You are currently viewing ফেসবুকে সেল বাড়ান ১৫ ধরনের পোস্ট করে

ফেসবুকে সেল বাড়ান ১৫ ধরনের পোস্ট করে

ফেসবুকে সেল বাড়ান ১৫ ধরনের পোস্ট করে

ফেসবুকে সেল বাড়াতে এই ১৫ ধরনের পোস্ট এখন থেকে আমি নিয়মিত করার চেষ্টা করছি, ভালো লাগলে আপনিও শুরু করতে পারেন, আশাকরি আপনার ব্যবসায় উন্নতি হওয়া শুরু করবে ইনশাআল্লাহ।

১) নিয়মিত প্রোডাক্ট অথবা সার্ভিস সংক্রান্ত টিপস এবং উপদেশ দেওয়া।
২) প্রোডাক্ট এবং সার্ভিসের ব্যবহারবিধি সংক্রান্ত তথ্য দেওয়া।
৩) প্রোডাক্ট অথবা সার্ভিস সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়মিত সিরিজ ভিডিও করা।
৪) প্রোডাক্ট এবং সার্ভিসের মান উন্নয়নের বিষয়ে ব্যবহারকারী অথবা গ্রাহকদের মতামত নেওয়ার জন্য বিভিন্ন প্রশ্ন নিয়মিত পোস্ট করা। পাশা পাসি প্রশ্ন-উত্তর পর্বের আয়োজন করা।
৫) নিয়মিত বিখ্যাত কোট পোস্ট করা।
৬) শূন্যস্থান পূরণ সংক্রান্ত নিয়মিত কুইজ পোস্ট করা।
৭) প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্লগ নিয়মিত পেইজে পোস্ট করা।
৮) পুল (poll) পোস্ট করা।
৯) এচিভমেন্ট শেয়ার করা।
১০) প্রতিষ্ঠানের বিভিন্ন কর্ম মুহূর্ত ছবি অথবা ভিডিও আকারে নিয়মিত পোস্ট করা।
১১) বিক্রয় পরিসংখ্যান পোস্ট করা।
১২) প্রোডাক্ট অথবা সার্ভিস কিভাবে তৈরি করছেন সে বিষয়ে নিয়মিত পোস্ট করা।
১৩) কাস্টমার রিভিউ নিয়মিত পোস্ট করা।
১৪) প্রতিযোগিতার আয়োজন করা।
১৫) ইনফোগ্রফিক পোস্ট করা।

সংগ্রহঃ OTA

Leave a Reply