আলহামদুলিল্লাহ, অবশেষে ঝিনুক আইটি (Jhinuk IT) নামে আরেকটি নতুন বিজনেস শুরু করলাম। “ঝিনুক” নামে নামকরণ করা হয়েছে কারণ এটা আমাদের ঝিনাইদহ জেলার পূর্ব নাম ছিলো (ঝিনুক, ঝিনাই, ঝিনেদা, ঝিনাইদহ) । এই কোম্পানি বা বিজনেসের লক্ষ্য হল- কিভাবে নতুন অনলাইন ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা বা ছোট কোম্পানি গুলোকে স্বল্প বাজেতে কার্যকারী মার্কেটিং করা যায় সেই বিষয়ে সহযোগিতা করা। সেই উদ্দেশ্য কে সামনে নিয়ে আমরা প্রাথমিক ভাবে ২টি মার্কেটিং সফটওয়্যার বা মার্কেটিং টুলস নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি ১৮ ফেব্রুয়ারি ২০২২ থেকে।
আল্লাহ্র বিশেষ দয়া অনুগ্রহ থাকলে ও আপনাদের দুয়া ও সহযোগিতা থাকলে আমরা আপনাদের লক্ষে পৌছাতে পারবো ইনশাআল্লাহ।