আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন যে কিভাবে ঝিনুক এসএমএস গেটওয় (JHINUK SMS Gateway) ব্যবহার করে আপনারা বাল্ক এসএমএস মার্কেটিং করতে পারবেন। এসএমএস মার্কেটিং কাস্টমার রিলেশনশিপ উন্নয়ন এবং সার্ভিস বা প্রডাক্ট কে বেশি বিক্রি করার সহজ এবং কার্যকরী মাধ্যম হচ্ছে এসএমএস মার্কেটিং।
আমাদের এসএমএস মার্কেটিং এই টুলসটি খুবই সহজে ব্যবহার করা যায়। কম্পিউটার বা মোবাইল থেকে যেকোনো জায়গায় ইন্টারনেট কানেকশন থাকলে আমরা মেসেজ পাঠাতে পারবো।
এবং মেসেজ যাবে আমাদের পার্সোনাল সিম থেকে। আমাদের সিমের মধ্যে যে এসএমএস থাকবে সেখান থেকে মেসেজ কেটে নেবে। এই হিসাবে দেখা যায় যে আমরা রবি সিমে 20 টাকায় 1400 SMS কিনতে পারি অর্থাৎ প্রতি 1 টাকায় 70 টি এসএমএস আমরা কিনতে পারব। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে কতটা স্বল্প মূল্যে আমরা এরকম একটি দুর্দান্ত মার্কেটিং করতে পারি আমাদের ব্যবসা বৃদ্ধির জন্য, বিক্রয় বৃদ্ধির জন্য।
আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক আগে থেকে এসএমএস মার্কেটিং করি এবং আমি খুবই ভালো সুফল পাচ্ছি, এই কারণে আমি ভাবলাম যে আমি নিজে যেহেতু ভালো সুফল পাচ্ছি তাই ভাবলাম আমি আপনাদের মাঝে এই সফটওয়্যারটি পরিচিতি করে দেবো যাতে করে আপনারাও এর মাধ্যমে আপনাদের ব্যবসায় উন্নতি লাভ করতে পারেন ইনশাল্লাহ।