JHINUK WhatsApp Marketing software

হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর অভাবে আপনার ব্যবসা পিছিয়ে পড়ছে না তো? বর্তমানে বাংলাদেশে অসংখ্য হোয়াটসঅ্যাপ ইউজার আছে, এবং প্রতিনিয়ত এই ব্যবহারকারীর সংখা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, যাদের অনেকেই হতে পারে আপনার পটেনশিয়াল কাস্টমার। তাই হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে আপনি আপনার সেলস বাড়াতে পারেন কয়েকগুণ।

Targeted Customer দের Bulk Message পাঠানো, গ্রাহকের সাথে সম্পর্ক উন্নয়ন, পুরাতন গ্রাহক কে পুনরায় ফিরে পাওয়া, গ্রাহকের Top-of-Mind এ থাকা ও বিক্রয় বৃদ্ধি সহ নানারকম সুবিধা নিয়ে আমাদের এই WhatsApp Marketing Tool Develop করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার কি?

JHINUK WhatsApp Marketing software হচ্ছে একটি WhatsApp Bulk Message Sending মার্কেটিং টুল বা সফটওয়্যার। যার মাধ্যমে খুব সহজে এবং বিনা খরচে আমাদের পণ্য বা সেবার প্রচারণার উদ্যেশ্যে অসংখ্য WhatsApp Number এ এক ক্লিকে সবার কাছে Text Message, Video, Photo, Document পাঠাতে পারি। যেই কাজটি আমাদের Android Phone এর Default WhatsApp Apps থেকে করা যায় না। ঠিক এই সমস্যার পারফেক্ট সমাধান হচ্ছে এই JHINUK WhatsApp Marketing software. হোয়াটসঅ্যাপ বর্তমানে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম। হোয়াটসঅ্যাপ খুবই ইউজার ফ্রেন্ডলি এবং নিরাপদ।

হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার অপ্রয়োজনীয় ও অযৌক্তিক মেসেজ পাঠানোকে ভালোভাবে দেখে না। তাই আপনাকে হোয়াটসঅ্যাপ এর নিয়মসমূহ মেনে নির্দিষ্ট গ্রাহককের কাছে পণ্য বা সেবার প্রচারণা পৌঁছানোর জন্য সৃজনশীল হতে হবে এবং বিজ্ঞাপনের নৈতিক পদ্ধতি ব্যবহার করতে হবে।

আমাদের এই হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার এর মূল্য ১৪৫০ টাকা ১ বছরের জন্য। এককালীন পেমেন্ট করে আনলিমিটেড মেসেজ পাঠাতে পারবেন ১ বছর। আমি ব্যক্তিগতভাবে খুব ভালো ফলাফল পাচ্ছি। আশাকরি আপনিও ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ।

হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার এর প্রধান ১৩ টি সুবিধা সমূহঃ

  1. সম্পূর্ণ বিনামূল্যে এবং সহজে ১ ক্লিকে হাজার হাজার WhatsApp নম্বরে Bulk Message পাঠাতে পারবেন (শুধুমাত্র Computer বা Laptop থেকে)।
  2. আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তাতেও সমস্যা নেই, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে নিতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই সামান্য কিছু চার্জ নেওয়া হবে।
  3. আপনার কাছে WhatsApp Number না থাকলেও সমস্যা নেই, অটোমেটিক্যালি যতইচ্ছা WhatsApp Number জেনারেট করে ওই নম্বরে মেসেজ পাঠাতে পারবেন।
  4. মেসেজে টেক্সট এর সাথে একাধিক ছবি, ভিডিও ও ফাইল যুক্ত করতে পারবেন।
  5. নম্বর সেভ না করেও মেসেজ পাঠাতে পারবেন।
  6. প্রত্যেকটি মেসেজে গ্রাহকের আলাদা আলাদা নাম উল্লেখ করতে পারবেন Automation পদ্ধতিতে (নাম সহ Message পাঠালে Customer বেশি খুশি হয় এবং আপনার ব্র্যান্ড / কোম্পানি সম্পর্কে আরও ভালো ধারণা তৈরি হয়)
  7. আপনার নিজস্ব WhatsApp নম্বর / বিজনেস WhatsApp নম্বর থেকে Message পাঠাতে পারবেন।
  8. আরও বড় সুবিধা হচ্ছে Number Filtering এর সুব্যবস্থা রয়েছে। অর্থাৎ আপনার সংগ্রহে থাকা বিশাল Customer Number List এর ভেতরে কোন কোন নম্বরে WhatsApp Account আছে এবং কোন কোন নম্বরে WhatsApp Account নেই, তা আগে থেকেই দেখতে পারবেন এবং বাচাই করে শুধুমাত্র WhatsApp Number গুলোতেই মেসেজ পাঠাতে পারবেন।
  9. বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সকল নম্বর সংগ্রহ করতে পারবেন।
  10. অটো রিপ্লাই ও রেসপন্স ট্র্যাক করতে পারবেন।
  11. এক্সেল বা গুগল শিট থেকে ফাইল আকারে যত ইচ্ছা নম্বর একসাথে ইম্পোর্ট করতে পারবেন বা কপি পেস্ট করে নম্বর ইম্পোর্ট করতে পারবেন।
  12. বাল্ক মোবাইল SMS এ ক্যারেক্টার লিমিটেশন থাকে এবং যে কোন মিডিয়া ফাইল পাঠানো যায় না, কিন্তু হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারটি ব্যবহার করে ছবি, ভিডিও, লিঙ্ক, এটাচম্যান্ট সহ যেকোন মিডিয়া বা ফাইল পাঠাতে পারবেন।
  13. ইনস্ট্যান্ট ও শিডিউল মেসেজ ডেলিভারি সুবিধা পাবেন। অর্থাৎ আপনি প্রয়োজনে সকল মেসেজ একবারে পাঠাতে পারবেন আবার প্রয়োজন নির্দিষ্ট সময় পর পর মেসেজ পাঠাতে পারবেন। নির্দিষ্ট সময় পর পর মেসেজ পাঠালে গ্রাহকরা একসাথে মেসেজ পেয়ে রিপ্লাই করবে না। আপনিও তখন সময় নিয়ে গ্রাহকদের সাথে কথা বলতে পারবেন। যেমন- এক ক্লিক করে মেসেজ পাঠাবেন কিন্তু ১ মিনিট পর পর সারাদিন মেসেজ যেতে থাকবে। উল্লেখ্য, দুটি মেসেজের মধ্যে কত সময়ের বিরতি রাখবেন তা আপনি প্রয়োজন মত সেট করে দিতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্যঃ এছাড়া আরও নানারকম সুবিধা নিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই JHINUK WhatsApp Marketing Software টি।

Software Price for 1 Year: 1450 Tk
Click here to Order Now

অর্ডার করার আগেই আপনি Demo ব্যবহার করার সুবিধা পাবেন!!!

Demo ব্যবহার করতে চাইলে আপনার নাম, মোবাইল নম্বর ও ই-মেইল লিখে মেসেজ করুন: Facebook Page / WhatsApp: 01850830669

হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার এর প্রধান ৩ টি অসুবিধা সমূহঃ

  1. ভুল পদ্ধতিতে বা কাস্টমার বুঝে সঠিক Message না পাঠালে বিক্রয় বৃদ্ধি তো দূরের কথা, গ্রাহক হারানোরও সম্ভাবনা আছে। কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সঠিক নিয়মে Message পাঠিয়ে বেশি বিক্রি করা যায়, নতুন গ্রাহককে কিভাবে রেগুলার গ্রাহক হিসেবে রুপান্তর করা যায়, কোনো প্রকার টাকা খরচ ছাড়াই একই গ্রাহকের কাছে কিভাবে বার বার পণ্য বা সেবা বিক্রি করা যায়, গ্রাহকের Top of Mind এ থাকা যায় ইত্যাদি, সেই পদ্ধতি দেখানো হবে শুধু মাত্র Premium User দের জন্য ইনশাআল্লাহ।
  2. সঠিক নিয়মে Message না পাঠালে আপনার WhatsApp Account Block হয়ে যেতে পারে। কিন্তু আমি আপনাদেরকে সঠিক নিয়ম দেখিয়ে দেবো, যাতে করে আপনার মূল্যবান WhatsApp Account Block না হয় ইনশাআল্লাহ। (আমার Account একবার Block হয়েছিল, তখন শিখেছিলাম যে কিভাবে Message পাঠালে আর Block হবেনা। আলহামদুলিল্লাহ, তারপর থেকে আর একবারও আমার WhatsApp Account Block হয়নি)
  3. এই সফটওয়্যারটি শুধুমাত্র Computer & Laptop ব্যবহারকারীদের জন্য। কিন্তু এখানেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। Mobile ব্যবহারকারীরা চাইলেই আমার সাথে যোগাযোগ করে আমাকে দিয়ে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে নিতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই এক্সট্রা চার্জ প্রযোজ্য হবে।

আপনি কি একজন সফল অনলাইন ব্যবসায়ী হতে চান?

আপনি যেই পণ্য বা সার্ভিসের ব্যবসা-ই করেন না কেনো, প্রতিবার নতুন ক্রেতার পেছনে ছুটতে থাকলে আপনার ব্যবসাকে বড় করতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই পুরাতন ও রেগুলার ক্রেতাদের দিকে বিশেষ নজর রাখতে হবে

একজন নতুন ক্রেতার কাছে পণ্য বা সেবার বিজ্ঞাপন পৌঁছে দিতে অনেক টাকা খরচ করতে হয়। এমন অবস্থায় একবার ক্রয় করেছে এমন ক্রেতার কাছে যদি আবারো টাকা খরচ করে পণ্য বা সেবার বিজ্ঞাপন পৌঁছাতে হয় তাহলে আপনার ব্যবসায়ের ব্যয় বাড়বে এবং লাভ কমবে। তাই যেকোনো ক্রেতা একবার কোনো পণ্য বা সেবার ক্রয় করলে তাকে রেগুলার করে নিতে হবে। হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে আপনি সকল ক্রেতাকে রেগুলার করে নিতে পারবেন বিনা খরচে! এবং খুব সহজে!

যেসকল ক্রেতা ইতিমধ্যে আপনার পণ্য বা সেবা নিয়েছে, তারা আপনার সম্পর্কে ভালো জানেন, আপনাকে বিশ্বাস করেন, তাই তাদের কাছে পুনরায় যেকোনো নতুন পণ্য বা সেবা কোনো খরচ করা ছাড়াই বিক্রি করা সম্ভব হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর মাধ্যমে।

একজন দক্ষ ব্যবসায়ী তার প্রত্যেক ক্রেতার তথ্য গুছিয়ে রেখে তাদের কাছে বার বার পণ্য বা সেবার মার্কেটিং করে। যদি ব্যবসা বড় করতে চান তাহলে একজন নতুন ক্রেতার চেয়ে পুরাতন ক্রেতাকে ৭ গুণ গুরুত্ব দিতে হবে। বড় প্রতিষ্ঠান গুলো সব সময় এই কাজটাই করে থাকে।

WhatsApp Marketing Softwarte ব্যবহার করে আপনিও আজ থেকে নতুন ক্রেতাদের সাথে কোনো টাকা খরচ না করেই সম্পর্ক উন্নয়ন করা শুরু করুন।

আজ থেকেই যেই ক্রেতাই-ই যোগাযোগ করবে বা পণ্য ক্রয় করবে তাদের নম্বর সংগ্রহ করা শুরু করুন। যখনই আপনার নতুন পণ্য আসবে বা অফার আসবে তখনই আপনার সংগ্রহে থাকা ক্রেতাদের WhatsApp Number এ ছবি বা ভিডিও সহ মেসেজ পাঠিয়ে দেবেন সম্পূর্ণ ফ্রি-তে। আশা করি নিয়মিত হোয়াটসঅ্যাপ মার্কেটিং করলে ভালো অর্ডার পাবেন ইনশাআল্লাহ। আমি নিজেও অনেকদিন নিয়মিত ব্যবহার করছি। আমার অন্যান্য মার্কেটিং খরচ একদম কমে গিয়েছে এবং অনেক উপকার পাচ্ছি।

সেল বাড়ানো মানে আজই লক্ষ লক্ষ মানুষকে মেসেজ দিয়ে কোটি কোটি টাকা আয় করে ফেলা নয়।

এটা সম্ভব নয়, সম্ভব হলে যে কেউ এক রাতে কোটিপতি হয়ে যেত। অচেনা ১ লক্ষ মানুষকে মেসেজ না দিয়ে চেনা ১ হাজার মানুষকে মেসেজ দিলে বেশি সেল পাওয়া যায়। আজই কৌশলী হোন অন্যথায় পিছিয়ে পড়বেন।

হোয়াটসঅ্যাপ মার্কেটিং করার ৭ টি কারণ

  1. মানুষ বিজ্ঞাপন ভালোভাবে না দেখলেও মেসেজ ইনবক্স ভালোভাবে ঠিকই দেখে। তাই বর্তমানে অনেক প্রতিষ্ঠান মেসেজ মার্কেটিং-এ ঝুঁকছে। আপনিও প্রায়ই মেসেজে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন পান।
  2. মেসেজ পাঠানোর জন্য যে কয়টা উপায় আছে তার মধ্যে সবচেয়ে সেরা মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ।
  3. মোবাইল মেসেজ পাঠাতে টাকা লাগে, হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে টাকা লাগে না। মোবাইল মেসেজে ক্যারেক্টার লিমিটেশন আছে, অর্থাৎ যত ইচ্ছা লেখা মেসেজ করতে পারবেন না কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজে যত ইচ্ছা লেখা পাঠাতে পারবেন।
  4. যেকোনো পণ্যের বিজ্ঞাপনে পণ্যের ছবি বা ভিডিও যুক্ত করে দিলে পণ্যটির ব্যাপারে গ্রাহকের আগ্রহ বেশি কাজ করে। মোবাইল মেসেজে শুধু টেক্সট পাঠানো যায়, কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজে আপনি টেক্সট, ছবি, ভিডিও, ফাইল সব পাঠাতে পারবেন।
  5. আর ফেসবুকের সাথে তুলনা করলে ফেসবুকে ফেইক একাউন্ট-এ ভরপুর কিন্তু হোয়াটসঅ্যাপ একাউন্ট তারাই খুলে যাদের প্রয়োজন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা উল্লেখযোগ্য সময় একটিভ থাকে। ইউজ হয়না এমন একাউন্ট এর সংখ্যা ফেসবুকে অনেক হলেও হোয়াটঅ্যাপ-এ এই সংখ্যাটা খুবই কম বা নাই বললেও চলে।
  6. বাংলাদেশে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অসংখ্য মানুষ। ফেসবুকে অনেকেই ফেইক একাউন্ট ব্যবহার করে, একজন একাধিক একাউন্ট ব্যবহার করে এবং অনেক অপ্রয়োজনীয় একাউন্ট আছে ফেসবুকে কিন্তু হোয়াটসঅ্যাপ তারাই ব্যবহার করে যাদের হোয়াটঅ্যাপ প্রয়োজন। শিক্ষিত, ব্যবসায়ী, কর্পোরেট, উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের মালিকেরা অবশ্যই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাই হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা অন্য মাধ্যমের তুলনায় যথেষ্ট বেশি।
  7. ফেসবুক গুগল সহ সোশ্যাল মিডিয়াগুলোতে এতো এতো বিজ্ঞাপন দেখে মানুষ ত্যক্ত বিরক্ত। হোয়াটসঅ্যাপ-এ বিজ্ঞাপনের ঝামেলা বা ভিড় নাই বলে ব্যবহারকারীরা যেকোনো মেসেজ মনোযোগ সহকারে দেখে।

হোয়াটসঅ্যাপ মার্কেটিং বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও

How to use JHINUK WhatsApp Marketing Demo Software?

Phone Number Formatting in MS Excel Babgla Tutorial | Jhinuk IT

যোগাযোগঃ

Jhinuk IT
Kaliganj, Jhenaidah
WhatsApp: 01850830669
Mobile: 01760966909
Page: Jhinuk IT
YouTube: Jhinuk IT
Website: https://jhinukit.com

JHINUK WhatsApp Marketing Software সম্পর্কে আপনার যত জিজ্ঞাসা

New Account খুলেই কি সাথে সাথে মেসেজ পাঠানো সম্ভব?
না। সম্ভব না। হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলেই সাথে সাথে মেসেজ দেওয়া শুরু করলে একাউন্ট ব্লক হয়ে যেতে পারে। এজন্য একাউন্ট এর বয়স কমপক্ষে ১ মাসের পুরাতন হতে হবে এবং সচল থাকতে হবে।

প্রতিদিন কতগুলো ম্যাসেজ পাঠানো যাবে?
আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটি কতদিনের পুরোনো তার উপর নির্ভর করবে যে আপনি প্রতিদিন কতগুলো মেসেজ পাঠাতে পারবেন। যদি একদম নতুন একাউন্ট হয় এ ক্ষেত্রে এক দিনে ২০/৩০ টি মেসেজ দিয়ে শুরু করতে পারেন। তারপর এই পরিমানটি প্রতিদিন ৫% থেকে ১০% হারে বাড়াতে পারেন। এভাবে চালিয়ে গেলে পরবর্তীতে একমাসের মধ্যেই আপনি একদিনে হাজার হাজার মেসেজ পাঠাতে পারবেন। আমি একদিনে প্রায় ২ হাজার নম্বরে মেসেজ পাঠিয়েছি।

একসাথে অনেক মেসেজ পাঠালে নম্বরটি কি ব্লক হওয়ার সম্ভবনা আছে?
আপনার নম্বর থেকে অনেক বেশী মেসেজ পাঠালেই যে নম্বর টি ব্লক হয়ে যাবে ব্যাপারটা একদমই এরকম না। কিন্তু আপনি যদি খুব বেশী স্প্যাম মেসেজ পাঠাতে থাকেন দ্রুততার সাথে এবং অসংখ্য মানুষের কাছে, আর যদি এটা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের নজরে আসে তাহলে আপনার একাউন্ট ব্লক হয়ে যেতে পারে। অথবা ভুল মানুষের কাছে এমন মেসেজ পাঠালেন, যেই মেসেজ টা দেখে অনেকেই আপনাকে ব্লক মারা শুরু করল, তাহলেও আপনার একাউন্ট ব্লক হতে পারে। তাই অবশ্যই Targeted Number এ সঠিক মেসেজ পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ এর নিয়ম কানুন মেনে। আমি নিজে একদিনে প্রাই ২০০০ নম্বরে মেসেজ পাঠিয়েছি কিন্তু ব্লক হয়নি। আর এরকম পরিমাণের মেসেজ আমি প্রায়ই পাঠাই।
নোটঃ এই নিয়ম শুধু আমাদের সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রেই প্রযোজ্য না, এটা হোয়াটসঅ্যাপ এর অফিসিয়াল আপস ব্যবহার করার ক্ষেত্রেও প্রযোজ্য।

Leave a Reply